হোম > সারা দেশ > ঢাকা

নারীকে সন্তান জন্মদানের আশ্বাস, ৮৫ ভরি স্বর্ণ হাতিয়ে নেয় অনলাইন তদবির চক্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনলাইন তদবির চক্রের তিন সদস্য আসিফুর রহমান, আল আমিন ও অনামিকা। ছবি: ডিএমপি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামে একটি গ্রুপে চোখ পড়ে আফরোজা হোসেন নামের এক নারীর। সেখানে পোস্ট করা হয়, ‘তদবির রুকাইয়া অনেকের সমস্যার সমাধান করেছে!’ কৌতূহলী আফরোজা মেসেঞ্জারে যোগাযোগ করলেন পোস্টদাতার সঙ্গে। সেই নারী তাকে বললেন, ‘আমার “তাহকিয়া” খুব কাজ করে!’ এরপর তাহকিয়া (Tahqiya) নামে আরেকটি ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ করতে বলেন।

তখন শুরু হয় প্রতারণার আসল খেলা। আফরোজাকে ফেসবুক মেসেঞ্জারে জানানো হয়, ‘আপনার সন্তান হবে, শুধু কিছু নিয়ম মানলেই হবে।’ তারপর চাওয়া হলো ৬ হাজার ১০০ টাকা বিকাশে পাঠাতে। পাঠিয়েও দিলেন আফরোজা।

এরপর জানানো হয়, ‘আরও কাজ করতে হবে। আপনার ব্যবহৃত জামা, সাবান, তেল আর ২৫ ভরি স্বর্ণ পাঠান! আমরা সব ঝাড়ফুঁক দিয়ে ফেরত দেব।’ আফরোজা সরল বিশ্বাসে এস এ পরিবহনের মাধ্যমে সব পাঠিয়ে দিলেন। তিন দিনের মাথায় মেসেঞ্জারে ‘Seen’ উঠে গেল, তারপর ব্লক! তিনি বুঝলেন প্রতারিত হয়েছেন। গেলেন নিউমার্কেট থানায়। আফরোজা হোসেন করলেন মামলা।

নিউমার্কেট থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার (১৬ মে) গভীর রাতে সাভার ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্য আসিফুর রহমান, আল আমিন ও অনামিকা গ্রেপ্তার করে।

তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়, ৮৫ ভরি সোনার গয়না, ২৬ ভরি কপারযুক্ত স্বর্ণালংকার, ৩ লাখ ৫০ হাজার নগদ টাকা আইফোন ১৫ প্রো ম্যাক্স ও স্যামসাং এস২৪ আলট্রা মোবাইল ফোন।

অনলাইন তদবির চক্রের কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণালংকার, টাকা ও মোবাইল। ছবি: ডিএমপি

পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরেই এমনভাবে মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে প্রতারণা করে আসছিল।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিল। উদ্ধার হওয়া সব গয়না ও টাকা প্রতারণা করে হাতিয়েছেন তাঁরা।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন