হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে পাখি উদ্ধার করতে গিয়ে দগ্ধ ৩

ঢামেক প্রতিবেদক

দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদে বিদ্যুতের তারের সঙ্গে আটকে যাওয়া টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে ‘রবিনহুড দ্য এ্যানিমেল রেসকিউ সোসাইটির’ তিন সদস্য বিদ্যুৎপৃষ্টে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতিয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হাসনাবাদ ইনসাফ বাজার এলাকায় ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন- আতিকুর রহমান (৪৫) ও শফিকুর রহমান (২৮) ও রুপক (২০)। 

রবিনহুড দ্য এ্যানিমেল রেসকিউ সোসাইটির প্রধান আফজাল খান আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের অফিস খিলগাঁওয়ে। তারা বিপদে পরা পশুপাখি উদ্ধারের কাজ করেন। বিকেলে মুঠোফোনে খবর পান হাসনাবাদ এলাকায় বিদ্যুতের খুঁটিতে ঘুড়ির সুতায় একটি টিয়া পাখি আটকে গেছে। আমরা ৫ থেকে ৬ জন মিলে ঘটনাস্থলে যাই পাখিটি উদ্ধার করতে।’ 

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে একটি তিনতলা বাড়ির ছাদে উঠি। আতিক তার হাতে থাকা লাঠি দিয়ে পাখিটি উদ্ধার করতে যায়। লাঠিটি বিদ্যুতের তারে লাগার সঙ্গে সঙ্গে তারা ফায়ারিং হয়ে তারা দুজন বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হয়। পরে দ্রুত তাদের দুজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। 

শেখ হাসিনা জাতীয় বার্ন এল প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক বলেন, দুজনকে দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে আতিকের শরীরের ৮ শতাংশ, শফিকের ৯০ শতাংশ ও রুপকের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট