হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ওয়ারীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ওয়ারীতে আল আমিন ভূঁইয়া (৪২) ও নুরুল আমিন ভূঁইয়া (৩২) নামে দুই ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তাঁরা আপন ভাই। পূর্বশত্রুতার জের ধরে আজ বুধবার দুপুরের দিকে পৃথক সময় মরদেহ দুটি হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা।

হাসপাতালে আল আমিন ভূঁইয়ার স্ত্রী মুনমুন ভূঁইয়া জানান, তাঁদের বাসা ওয়ারী এ কে এম সাহা লেনে। নুরুল আমিনের বাসা ডেমড়া বাঁশেরপুল এলাকায়। তাঁর স্বামী আল আমিন গার্মেন্টসের ব্যবসা করেন। ওয়ারী থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নুরুল আমিন ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

তিনি আরও জানান, গত দুই বছর আগে ওয়ারী হাটখোলা এলাকায় ফ্ল্যাটের জন্য ক্ল্যাসিক্যাল নামে একটি কোম্পানিকে টাকা দেন। কিন্তু ফ্ল্যাটের কোনো কাজই করছে না। আজ সকালে হাটখোলা এলাকায় আল আমিন ও নুরুল আমিন দুই ভাই ফ্ল্যাটের জায়গায় গেলে আকবর, টুটুল, ইলিয়াসসহ কয়েকজন তাঁদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন।

হাসপাতালে নিহত নুরুল আমিনের শ্যালক মো. জুবায়ের জানান, নুরুল আমিন ও আল আমিন দুজন আপন ভাই। নুরুল আমিন থাকত ডেমরা বাঁশেরপুল এলাকায়। রাইট শেয়ারিংয়ের মাধ্যমে বাইক চালাতেন।

তিনি আরও বলেন, ‘আজ সকালের দিকে ওয়ারী থানা এলাকায় তাঁদের পিটিয়ে ও ছুরিকাঘাতে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখে। পরে নুরুল আমিনের মরদেহ পুলিশ একটি ভ্যানে করে হাসপাতালে পাঠিয়ে দেয় আমরাও সঙ্গে সঙ্গে হাসপাতালে আসি। এর আগে তাঁর বড় ভাই আল আমিনের মরদেহ নিয়ে আসে অন্য লোকজন।’

তিনি বলেন, ‘আল আমিন ওয়ারী এলাকায় বিএনপির রাজনীতি করত বলে আমি জানতে পেরেছি। তবে নুরুল আমিন কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই দুজনকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। লাশ মর্গে আছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা