হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ওয়ারীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ওয়ারীতে আল আমিন ভূঁইয়া (৪২) ও নুরুল আমিন ভূঁইয়া (৩২) নামে দুই ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তাঁরা আপন ভাই। পূর্বশত্রুতার জের ধরে আজ বুধবার দুপুরের দিকে পৃথক সময় মরদেহ দুটি হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা।

হাসপাতালে আল আমিন ভূঁইয়ার স্ত্রী মুনমুন ভূঁইয়া জানান, তাঁদের বাসা ওয়ারী এ কে এম সাহা লেনে। নুরুল আমিনের বাসা ডেমড়া বাঁশেরপুল এলাকায়। তাঁর স্বামী আল আমিন গার্মেন্টসের ব্যবসা করেন। ওয়ারী থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নুরুল আমিন ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

তিনি আরও জানান, গত দুই বছর আগে ওয়ারী হাটখোলা এলাকায় ফ্ল্যাটের জন্য ক্ল্যাসিক্যাল নামে একটি কোম্পানিকে টাকা দেন। কিন্তু ফ্ল্যাটের কোনো কাজই করছে না। আজ সকালে হাটখোলা এলাকায় আল আমিন ও নুরুল আমিন দুই ভাই ফ্ল্যাটের জায়গায় গেলে আকবর, টুটুল, ইলিয়াসসহ কয়েকজন তাঁদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন।

হাসপাতালে নিহত নুরুল আমিনের শ্যালক মো. জুবায়ের জানান, নুরুল আমিন ও আল আমিন দুজন আপন ভাই। নুরুল আমিন থাকত ডেমরা বাঁশেরপুল এলাকায়। রাইট শেয়ারিংয়ের মাধ্যমে বাইক চালাতেন।

তিনি আরও বলেন, ‘আজ সকালের দিকে ওয়ারী থানা এলাকায় তাঁদের পিটিয়ে ও ছুরিকাঘাতে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখে। পরে নুরুল আমিনের মরদেহ পুলিশ একটি ভ্যানে করে হাসপাতালে পাঠিয়ে দেয় আমরাও সঙ্গে সঙ্গে হাসপাতালে আসি। এর আগে তাঁর বড় ভাই আল আমিনের মরদেহ নিয়ে আসে অন্য লোকজন।’

তিনি বলেন, ‘আল আমিন ওয়ারী এলাকায় বিএনপির রাজনীতি করত বলে আমি জানতে পেরেছি। তবে নুরুল আমিন কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই দুজনকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। লাশ মর্গে আছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির