হোম > সারা দেশ > ঢাকা

সাবেক স্ত্রীর অপমানের পরদিন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজদিখান প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মো. সোহাগ শেখ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। সোহাগ শেখ ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামের দুলাল শেখের পুত্র।

পুলিশ ও স্থানের সূত্রে জানা গেছে, সোহাগ তিন বছর আগে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে দেড় বছরের একটি পুত্র সন্তান আছে। পারিবারিক কলহের জেরে ২০২২ সালের ১২ ডিসেম্বরে স্ত্রী আরজু বেগম সোহাগকে তালাক দেন। গতকাল সোমবার ছেলেকে দেখার জন্য সোহাগ জেলার লৌহজং উপজেলার শুরপাড়া গ্রামে সাবেক শ্বশুরবাড়ি গেলে আরজু বেগম অপমান করলে সোহাগ তার ভাড়া বাড়িতে চলে আসেন। পরে রাত দেড় টা থেকে মঙ্গলবার বেলা ১১টার যেকোনো সময় রাগ ক্ষোভ সইতে না পেরে ‘আত্মহত্যা’ করেন। 

সোহাগের বাবা দুলাল শেখ বলেন, ‘আমার ছেলে কিছুদিন যাবৎ ঘুমের ওষুধ খেত। কিন্তু কোনো নেশা করত না। গতকাল রাতে সে তার ঘরে ঘুমাতে যায়। সকালে অনেক ডাকাডাকি করি। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখি সে ঝুলে আছে। তাকে ধরলেই সে নিচে পড়ে যায়। পরে পুলিশে খবর দেই।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক এম মিজানুল হক বলেন, সোহাগ শেখ নামে এক যুবক গলায় গামছা পেঁচিয়ে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলে রয়েছেন, এমন খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা