হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে জেএমবি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের কাপাসিয়ার একটি পল্লি বিদ্যুতের অফিসের পাশ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারের নাম—মো. সোলায়মান ওরফে মুন্সী ইউনুছ আলী (৬৫)।

আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কাপাসিয়া থানার গোস্বাবরস্থ পল্লি বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সোলায়মানের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গোদা শিমুলিয়া। তিনি দীর্ঘ প্রায় ১২ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেপ্তার ব্যক্তি এক যুগ ধরে জেএমবিতে সক্রিয়। ২০১১ সালে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন ছালরা নামক এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তাঁর সহযোগী সমর আলীকে গ্রেপ্তার করে র‍্যাব-০৯। তখন সেখান থেকে তিনি কৌশলে পালিয়ে ছিলেন এবং দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২০১১ সালের পর থেকে কুমিল্লা, সিলেট, নরসিংদী এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে মৎস্য খামারের ব্যবসা করে আসছে। তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ২০১১ সালের একটি মামলা রয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক