হোম > সারা দেশ > ঢাকা

জকসু নীতিমালা সিন্ডিকেটে গৃহীত, শিগগির নির্বাচন

জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী সংসদের (জকসু) নীতিমালা সিন্ডিকেটে গৃহীত হয়েছে। এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে অনুমোদনের জন্য পাঠানো হবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভা শেষে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

উপাচার্য রেজাউল করিম বলেন, ‘আজকের সিন্ডিকেটে জকসুর নীতিমালা গৃহীত হয়েছে। এখন আমরা দেখব, কোন কোন মন্ত্রণালয়ে পাঠাতে হবে অনুমোদনের জন্য। নীতিমালা অনুমোদন হয়ে আসলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা যাবে। তবে আমরা এর আগেও রোডম্যাপ দিয়ে দিতে পারি।’

সিন্ডিকেট সভার শুরুতে জুলাই বিপ্লবে শহীদ সাজিদসহ অন্য শহীদদের প্রতি সম্মান জানিয়ে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং এই আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জবি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মোহাম্মদ আব্দুল মজিদ, জবি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁঞা।

এ ছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান এবং সদস্যসচিব রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনও উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ