হোম > সারা দেশ > ঢাকা

সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন বলে সূত্রে জানা গেছে। আরও জানা গেছে, এসব হিসাবে হেনরীর ২০ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ৭০২ টাকা রয়েছে।

দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আসিফ আল মাহমুদ সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্ত কর্মকর্তা।

গত ২২ ডিসেম্বর জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ৬ জানুয়ারি এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরী, তাঁর স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ১২ জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হেনরীর ৫০ বিঘা জমি ও তাঁর মালিকানাধীন ও স্বার্থসংশ্লিষ্ট ১৬টি গাড়ি জব্দের আদেশ দেন। একই সঙ্গে তাঁর ১৯টি ব্যাংক হিসাব ও তাঁর চারটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, দুদকের মামলার আসামি হেনরীর ব্যাংক হিসাবে যে অর্থ রয়েছে, তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের সম্ভাবনা দেখা দিয়েছে। এ কারণে তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার