আজ রোববার দ্বাদশ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় রাজধানীর সিটি কলেজে কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পর এই কেন্দ্রে এক ঘণ্টায় ১৭টি ভোট পড়েছে।
সিটি কলেজে মোট তিনটি কেন্দ্র। এর মধ্যে তিন নম্বর কেন্দ্রটি নারী ভোটারদের জন্য নির্ধারিত। এ আসনে মোট প্রার্থী রয়েছে তিনজন। এসব তথ্য নিশ্চিত করেছেন প্রিসাইডিং অফিসার সৌমিত্র সরদার।
সারা দেশে আজ (রোববার) সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ শুরু হয়েছে।
সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন।
হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮। নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। এর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ নিবন্ধিত বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে।