সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেন ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার নেতা-কর্মীরা। একই দাবিতে বেলা সাড়ে ৪টায় পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি জহির ফয়সাল বলেন, ‘স্বাধীনতা দিবসে একটি রিপোর্ট করার অপরাধে শামসুজ্জামানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বলতে চাই, দেশে আইয়ুব খানের শাসন চলছে নাকি? ইয়াহিয়া খানের শাসন চলছে নাকি? যদি তাই না হয়, তবে কেন একজন সাংবাদিককে স্বাধীনতা দিবসে রিপোর্ট করার জন্য তুলে নিয়ে যাওয়া হয়? অনতিবিলম্বে শামসুজ্জামানের মুক্তি চাই।’
প্রগতিশীল শিক্ষার্থীদের সমাবেশে ছাত্র ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। সরকার তার প্রয়োজনের সময় অসৎ উদ্দেশ্যে এই আইন ব্যবহার করছে। সাদাপোশাকে এসে সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া হয়েছে।’
এর আগে আজ সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে আলটিমেটাম দিয়েছে ছাত্র ইউনিয়ন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
উল্লেখ্য, ভোর ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে সাদাপোশাকধারী কয়েকজন সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে যায়। পরে তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়।