হোম > সারা দেশ > ঢাকা

মুগ্ধ মঞ্চে হামলার প্রতিবাদে মশাল মিছিল, ২৪ ঘণ্টার আলটিমেটাম

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

রাজধানীর উত্তরার ‘মুগ্ধ মঞ্চে’ হামলা ও কালি মাখানোর প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরার ‘মুগ্ধ মঞ্চে’ হামলা ও কালি লেপনের প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। মিছিল শেষে দুর্বৃত্তদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উত্তরার সাঙ্গাম মোড়ের মুগ্ধ মঞ্চে জড়ো হতে শুরু করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও নাগরিক কমিটির নেতা-কর্মীরা। পরবর্তী সময়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখান থেকে একটি মশাল মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর থেকে হাউস বিল্ডিং মোড়ে এসে রাত সাড়ে ৮টায় শেষ হয়।

সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি হয়। বিক্ষোভ মিছিল থেকে মুগ্ধ মঞ্চে হামলা ও কালি মাখানো দুর্বৃত্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হয়। বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র ও জাতীয় নাগরিক কমিটির অর্ধশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে ‘মুগ্ধ মঞ্চে হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘মুগ্ধ মঞ্চে হামলা কেন, প্রশাসন নীরব কেন, জবাব চাই জবাব চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘কই গেলি রে শালারা, আসছে তোদের বাপেরা’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নুর মোহাম্মদ, নোমান রেজা ও জাতীয় নাগরিক কমিটির সদস্য জনি আকন্দ ও উত্তরা পূর্ব থানা প্রতিনিধি মাহিন তালুকদার সংক্ষিপ্ত বক্তব্য দেন।

রাজধানীর উত্তরার ‘মুগ্ধ মঞ্চে’ হামলা ও কালি মাখানোর প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ছবি: আজকের পত্রিকা

দুর্বৃত্তদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হয়, তাহলে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উত্তরার মুগ্ধ মঞ্চে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের ছবি ছিঁড়ে ফেলে ও কালো কালি দিয়ে মুগ্ধ মঞ্চের নাম মুছে দেয় দুর্বৃত্তরা। সেই সঙ্গে কালি দিয়ে দেয়ালে ‘ইউনূসের ভ্যাটের রেশ, জীবনকে করল শেষ’ লেখা হয়।

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন