হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় এম এ মতিন সরকার (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি নরসিংদীর পলাশে একটি বিদ্যুৎকেন্দ্রের পাম্প অপারেটর ছিলেন। আজ বুধবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

পরে অচেতন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত মতিনের শ্যালক আরাফাত হোসেন রায়হান জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নরসিংদীর পলাশে একটি বিদ্যুৎকেন্দ্রের পাম্প অপারেটর ছিলেন মতিন এবং পাশাপাশি এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা দিতেন। 

রায়হান আরও জানান, মতিন সকালে বাসার জন্য বাজার করতে যাত্রাবাড়ী বাজারে যান। বাজার করে রাস্তা পারাপারের সময় দুই বাসের চাপায় আহত হন। পায়ে আঘাত পেলেও কোনো রক্তক্ষরণ হয়নি। আহত অবস্থায় এক ট্রাফিক সার্জেন্ট তাঁকে বাসায় পৌঁছে দেন। এরপর নিজের হোমিওপ্যাথি ওষুধ সেবন করে বিছানায় শুয়ে ছিলেন তিনি। সন্ধ্যার দিকে তাঁর কোনো নড়াচড়া না দেখে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

মৃত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, সকালে যাত্রাবাড়ী এলাকায় দুই বাসের চাপায় আহত হন। সকাল থেকে বাসাতেই ছিলেন। সন্ধ্যার দিকে বাসায় অচেতন হয়ে গেলে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির