হোম > সারা দেশ > ঢাকা

মরিচখেতে মুরগি যাওয়া নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় মরিচখেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে মো. ওসমান গণি (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে উপজেলার মাধবপুর গ্রামে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত ওসমান গণি মাদবপুর গ্রামের মৃত মো. তোফাজ্জল হোসেনের ছেলে। আটক ব্যক্তি হলেন একই গ্রামের হোসেন মিয়ার ছেলে মহিউদ্দিন।

বৃদ্ধ নিহত হওয়ার বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা। তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।’

স্থানীয় বাসিন্দা শান্তি বেগম বলেন, ‘আজ সকালে ওসমান গণি চাচার মুরগি মহিউদ্দিনের মরিচখেতে যায়। এ নিয়ে ওসমান চাচার বাড়িতে এসে অনেক বকাঝকা করেন মহিউদ্দিন। এরই একপর্যায়ে ওসমান চাচাকে কিলঘুষি মারতে থাকেন তিনি। এ সময় মহিউদ্দিনের পরিবারের অন্য সদস্যরাও এসে ওসমান চাচাকে মারতে থাকেন। আমি ছোটাতে গেলে আমাকে তাঁরা কিল-ঘুষি মারেন এবং টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে দেন।’

নিহতের ছোটভাই ইউনুছ মিয়া বলেন, ‘জায়গা-জমি নিয়ে অনেক আগে থেকেই আমার ভাইয়ের সঙ্গে মহিউদ্দিনদের শত্রুতা আছে। আজ বাড়িতে কেউ না থাকায় একা পেয়ে তাঁরা ভাইকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে খবর পেয়ে আমরা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। হাসপাতালে কিছুক্ষণ পরেই ওসমান ভাই মারা যান।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার মূল হোতা মহিউদ্দিনকে আটক করে থানায় আনি। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন নিহতের স্বজনেরা। মামলার প্রক্রিয়া চলছে।’

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব