হোম > সারা দেশ > ঢাকা

ছিনিয়ে নেওয়া মোবাইল অনলাইনে কম দামে বিক্রি, গ্রেপ্তার ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

গ্রেপ্তার মোহাম্মদ শিমুল (৩০) ও মোহাম্মদ হাসানুজ্জামান (৩১)। সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে চারটি মোবাইল ফোনসহ মোহাম্মদ শিমুল (৩০) ও মোহাম্মদ হাসানুজ্জামান (৩১) দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার (১৯ মে) দুপুরে তাঁদের ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

একই দিন রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১।

এ বিষয়ে র‍্যাব-১-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আজকের পত্রিকাকে বলেন, উত্তরার মহাসড়ক থেকে মোবাইক ফোন ছিনিয়ে নিয়ে গেছে, এমন অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিমুল ও হাসানুজ্জামান নামের দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি বলেন, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে ভুক্তভোগী ছিনিয়ে নেওয়া স্যামসাং এস-২২ আলট্রা মোবাইলটি উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।

জব্দ করা চারটি অ্যান্ড্রয়েড মোবাইল। ছবি: সংগৃহীত

মেজর আহনাফ বলেন, গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারী মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ফেসবুক পেজ ও বিভিন্ন অনলাইন মার্কেটে কম দামে বিক্রি করত।

গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য তাঁদেরকে উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা