ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবসের স্মরণে বিশেষ স্মৃতি বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আফতাবনগর ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানের আমন্ত্রিত বক্তা ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ এবং একুশে পদক বিজয়ী প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘একই সঙ্গে বঙ্গবন্ধু ছিলেন একজন নিঃস্বার্থ, সক্রিয় এবং অনুপ্রাণিত করার মতো নেতা, যিনি পাকিস্তান সৃষ্টির পরপরই একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং তাঁর স্বপ্নকে কোটি কোটি বাংলাদেশি মানুষের হৃদয়ে রোপণ করতে পেরেছিলেন। বঙ্গবন্ধু একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল, উন্নয়নশীল দেশে পরিণত করার জন্য পুনর্গঠনও শুরু করেছিলেন। এ ছাড়া তিনি সাম্যভিত্তিক সমাজ গড়তে চেয়েছিলেন।
স্মৃতি বক্তৃতা অনুষ্ঠানে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (ভারপ্রাপ্ত) চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এম জিয়াউল হক মামুন, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. ফৌজিয়া মান্নান, নবনিযুক্ত কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক এলাহী চৌধুরীসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
জানা গেছে, ড. ফরাসউদ্দিন স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের প্রথম দিকে বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে নিযুক্ত ছিলেন। বক্তৃতায় বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা স্মরণ করেন তিনি। সেই সঙ্গে বাকশাল গঠনের পেছনে বঙ্গবন্ধুর দর্শন এবং এর সঠিক বাস্তবায়নে কীভাবে বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারত তা ব্যাখ্যা করেন। এ ছাড়া গত এক দশকে বাংলাদেশ যে আর্থসামাজিক সাফল্য অর্জন করেছে তার প্রশংসা করেন ড. ফরাসউদ্দিন। বর্তমানে দেশ যেসব সমস্যার মোকাবিলা করছে, তা অতি শিগগির অবসান হবে বলে আশা করেন তিনি।