হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগরে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ, কর্মকর্তাদের ক্ষোভ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সদ্য সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত ৩০ জুন সাময়িক উপাচার্য অধ্যাপক নূরুল আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

চিঠিতে বলা হয়, গত ২৭ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী, রহিমা কানিজকে শর্তসাপেক্ষে রেজিস্ট্রার পদে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ৩০০ তম সিন্ডিকেটের আলোচ্যসূচির বিবিধ (ক)-তে বলা হয়, ‘এখন থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কোনো পর্যায়ে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে না।’ 

সুনির্দিষ্ট এ নির্দেশনা ও নিয়ম-নীতি থাকার পরেও তার তোয়াক্কা না করে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি আজিম উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এতো বেশি ক্ষমতার অপব্যবহার করছেন যে,  তারা যেখানে যা প্রয়োজন তা নিচ্ছে,  যা বাদ দেওয়ার তা বাদ দিচ্ছে। তারা কাউকেই তোয়াক্কা করছেন না। প্রায়শই তারা স্ববিরোধী কাজ করে যাচ্ছেন।  এটা অত্যন্ত লজ্জার বিষয় চোরকে চুরি করতে হলেও পরিপক্ক হতে হয়,  কিন্তু এরা  (বিশ্ববিদ্যালয় প্রশাসন) চুরি করারও পরিপক্কতা অর্জন করতে পারেনি।’

তিনি আরও বলেন, 'রেজিস্ট্রার নিয়োগে আমাদের সুস্পষ্ট দাবি ছিলো জ্যেষ্ঠতা অনুসরণ করা। কিন্তু তারা একজন সাবেক ডেপুটি রেজিস্ট্রারকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। মূলত পছন্দের ও আনুগত্যের কারণে প্রশাসন তাকে পুরস্কার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।'

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট