হোম > সারা দেশ > শরীয়তপুর

নড়িয়ায় চার কোরআনে হাফেজকে সংবর্ধনা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসার তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার চার নবীন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসার তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার চার নবীন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ১০টায় মাদ্রাসার সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাফেজদের ফুল ও সম্মানসূচক পোশাক দিয়ে বরণ করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পণ্ডিতসার বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সালেহ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালধ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহফুজ, শরীয়তপুর সদর হাসপাতাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল হান্নান, সমাজ সেবক মোজাফফর তপাদার, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবর্ধনা পাওয়া চার হাফেজ হলেন মো. সাইম মোল্লা, মো. জুবায়ের ইসলাম, মো. আবু রায়হান ব্যাপারী ও মো. আবু রায়হান মল্লিক।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তার বলেন, ‘সাড়ে ছয় বছরের যাত্রায় আমাদের মাদ্রাসা থেকে এখন পর্যন্ত ৮১ জন শিক্ষার্থী কোরআনে হাফেজ হয়েছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়।’

সংবর্ধনা পাওয়া হাফেজ মো. আবু রায়হান ব্যাপারী বলেন, ‘মা-বাবা ও শিক্ষকদের উৎসাহে আজ আমি হাফেজ হতে পেরেছি। মাদ্রাসা থেকে সংবর্ধনা পেয়ে আমরা খুব আনন্দিত। দোয়া করবেন যেন বড় আলেম হতে পারি।’

হাফেজ আবু রায়হানের বাবা মো. বাবুল ব্যাপারী বলেন, ‘হাফেজরা আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। আজ আমার ছেলে হাফেজ হওয়ায় আমি গর্বিত। কোরআনের হাফেজদের জন্য সমাজে আলাদা সম্মান থাকা উচিত।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক