হোম > সারা দেশ > ঢাকা

কথায় কথায় ধর্মঘট দেওয়া যাবে না: এনায়েত উল্যাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যে কোনো ঘটনায় কথায় কথায় ধর্মঘট ডাকা হয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সিলেট বিভাগের পরিবহন ধর্মঘট প্রসঙ্গে এ কথা বলেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন। 

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ধর্মঘট হলো দাবি আদায়ের সর্বশেষ হাতিয়ার। দেনদরবার করে আলটিমেটাম দিয়েও যখন দাবি আদায় করা যাচ্ছে না, তখন ধর্মঘট দেবেন। কিন্তু কোনো কথা নাই, আলোচনা নাই, কয়েকটা দাবি দিয়ে ধর্মঘট দিয়ে দেন—এটা ঠিক নয়। 

খন্দকার এনায়েত উল্যাহ আরও বলেন, 'কথায় কথায় যদি এভাবে ধর্মঘট দেন, সাধারণ মানুষ কীভাবে মেনে নেবে? কথায় কথায় সিলেটে ধর্মঘট ডাকা নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি চিন্তিত। তাই সিলেটের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করব এভাবে কথায় কথায় ধর্মঘট করবেন না।'

প্রসঙ্গত, পাঁচ দফা দাবিতে গত সোমবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। 

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ বিভাগীয় পর্যায়ের পরিবহন নেতারা।  

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট