হোম > সারা দেশ > ঢাকা

ঝুঁকিপূর্ণ নোটিশ দেওয়া হয়, দায়িত্ব ছিল সিটি করপোরেশন ও রাজউকের: ফায়ার সার্ভিস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারকে চার বছর আগে অগ্নিনির্বাপন ব্যবস্থার ক্ষেত্রে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে ব্যানার টানিয়ে দিয়েছিল ফায়ার সার্ভিস। এর মধ্যে ১০ বার নোটিশ দেওয়া হলেও সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও দোকান মালিক সমিতি কোনো উদ্যোগ নেয়নি বলে দাবি করেছেন এই সংস্থার প্রধান।

আজ মঙ্গলবার আগুন লাগার কয়েকঘণ্টা পর বেলা ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে এই দাবি করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন। 

তিনি সাংবাদিকদের বলেন, ২০১৯ সালের ২ এপ্রিল ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল। এরপর ১০ বার নোটিশ দেওয়া হয়। এরপরও মার্কেট কর্তৃপক্ষ আমলে না নিয়ে ব্যবসা চালিয়ে আসছিল।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, ‘ফায়ার সার্ভিস নোটিশ দেওয়ার পরে এটি দেখার দায়িত্ব ছিল সিটি করপোরেশন ও রাজউকের। তবে তাদের বিষয় মন্তব্য করতে পারব না।’

এর আগে আজ সকাল ৬টার দিকে বঙ্গবাজারে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিটের সঙ্গে সশস্ত্র বাহিনী যোগ দিয়ে বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার