চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরের পাঁচলাইশ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এই মামলায় একমাত্র আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
গত রোববার (১৬ অক্টোবর) বিকেলে চমেক হাসপাতালের ২৩ নম্বর অর্থোপেডিক্স সার্জারি ওয়ার্ডে ছিলেন হাফিজ আল আসাদ (২৬) নামে এক যুবক। তিনি একটি মারামারির ঘটনার মামালার আসামি। পতেঙ্গায় প্রতিপক্ষের সঙ্গে মারামারির সময় ছুরিকাঘাতে আহত হলে তাঁকে হাসপাতালে আনে পুলিশ। অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া সেখান থেকে সাধারণের ছদ্মবেশে পালিয়ে যান আসাদ।
পুলিশ জানায়, ওয়ার্ডে পুলিশ পাহারা থাকলেও ওটিতে চিকিৎসক ও সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ। সেজন্য ওটির সামনে কোনো পুলিশ সদস্য পাহারায় ছিলেন না। এই ঘটনা পরে জানাজানি হলে গতকাল রাতে পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বাদী হয়ে আসাদের বিরুদ্ধে মামলা করেন।
অভিযুক্ত যুবক কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। তিনি নগরের পতেঙ্গা থানা এলাকায় থাকেন।