হোম > সারা দেশ > ঢাকা

ঘুষসহ ধরা পড়া নৌপরিবহনের সাবেক প্রধান প্রকৌশলীর ৭ বছরের কারাদণ্ড

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

জাহাজের নকশা অনুমোদনের জন্য ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার মামলায় নৌপরিবহন অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও সার্ভেয়ার এস এম নাজমুল হককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ সাজা ঘোষণা করেন।

আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রায় ঘোষণার সময় নাজমুল হক আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানাসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ করে এবং বিচারক মামলার অভিযোগকারীসহ রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

জাহাজের নকশা অনুমোদনের জন্য ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০১৮ সালের ১২ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি হোটেল থেকে নাজমুল হককে আটক করে দুদক। তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, সৈয়দ শিপিং লাইনস নামে একটি শিপিং কোম্পানির অভিযোগ পেয়ে নাজমুলকে গ্রেপ্তারের জন্য ফাঁদ পাতার পরিকল্পনা করা হয়। নাজমুল ওই কোম্পানির এক কর্মকর্তাকে ৫ লাখ টাকা নিয়ে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ঘুষ গ্রহণের পরপরই নাজমুলকে গ্রেপ্তার করেন দুদকের কর্মকর্তারা।

তদন্তের পর, ২০১৮ সালের ১২ নভেম্বর নাজমুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই নাজমুল ও তার স্ত্রী সাহেলা নাজমুলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, জায়গা দখল ও অর্থ পাচারের অভিযোগে দায়ের করা অপর একটি মামলায় ঢাকার অন্য একটি আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার