হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আজ সোমবার সকালে দুর্ঘটনাকবলিত যানবাহন থেকে আহতদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চারটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। তবে তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে কামারখোলা এলাকায় ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে পেছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। এ সময় একই লেনে পেছন থেকে দুটি বাসসহ তিনটি যানবাহন সেখানে এসে সংঘর্ষের মুখোমুখি হয়। এতে দুমড়েমুচড়ে যায় দুটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো থেকে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আজ সোমবার সকালে দুর্ঘটনাকবলিত যানবাহন থেকে আহতদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গেছে। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘন কুয়াশার জন্য এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছি। এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ