চলমান নিষেধাজ্ঞা মেয়াদ বাড়বে কিনা তা আগামী ৮ এপ্রিল বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানিয়েছেন।
নিষেধাজ্ঞার মেয়াদ বাড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, দেখি সাতদিন পর কি অবস্থা হয়। বৃহস্পতিবার আমরা রিভিউ করবো ইনশাআল্লাহ। জনগণকে তো সহযোগীতা করতে হবে। সবাই যদি একটু মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে, তবে তো অসুবিধা হওয়ার কথা না।
নিষেধাজ্ঞার মধ্যে সচিবালয়ে বিভিন্ন দফতর খোলা রাখার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা তাদের বলে দিয়েছি, তাদের সুবিধা অনুযায়ী জনবল কমানোর জন্য। অফিস চালানোর জন্য যে পরিমাণ জনবল দরকার তাই থাকবে।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সোমবার থেকে সারা দেশে সাতদিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মানুষের চলাচলে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।