হোম > সারা দেশ > ঢাকা

সচিবালয়ে ঢুকতে পারছেন না সাংবাদিকেরা, ফেসবুক লাইভে ব্যস্ত কর্মচারীরা

শহীদুল ইসলাম, ঢাকা

সচিবালয়ে বিক্ষোভ ফেসবুকে সরাসরি সম্প্রচার করছেন কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা

সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের ঢুকতে না দেওয়ায় মোবাইল ফোন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিক্ষোভ সমাবেশ সরাসরি প্রচার করছেন আন্দোলনরত কর্মচারীরা।

কর্মচারীদের লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে সরকার। সকাল থেকে গণমাধ্যমকর্মীদেরও সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি। যেসব গণমাধ্যমকর্মী সচিবালয়ের খবর নিয়মিত সংগ্রহ করেন, তাঁরা সচিবালয়ের প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়েছেন।

সরকারি চাকরি আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা।

এদিন সমাবেশ কাভার করতে টেলিভিশনের কোনো ক্যামেরা না দেখে সমাবেশ থেকে একজন কর্মচারী নেতা বলেন, আজ সচিবালয়ে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। আপনারা সবাই ফেসবুকে আমাদের কর্মসূচি লাইভ করুন। এই কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

এরপর সমাবেশে অংশ নেওয়া কর্মচারীরা নিজেদের মোবাইল ফোন বের করে বিক্ষোভ সমাবেশ ফেসবুকে সরাসরি সম্প্রচার করতে শুরু করেন।

নিজেদের কর্মসূচি ফেসবুকে লাইভ করার সময় অনেককে ধারা বর্ণনা দিতে দেখা যায়।

সচিবালয়ে বিক্ষোভ ফেসবুকে সরাসরি সম্প্রচার করছেন কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা

একজন কর্মচারী তাঁর ফেসবুক লাইভে বলছিলেন, ‘আজ সচিবালয়ে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি, তাই আমরা নিজেরাই আপনাদের কাছে আমাদের আন্দোলন কর্মসূচির খবর পৌঁছে দিচ্ছি। যত পারেন লাইভ শেয়ার করুন। আমরা এই কালো আইন মানি না। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ সমাবেশ চলবে।’

আরেকজন কর্মচারীকে লাইভে বলতে শোনা যায়, ‘সাংবাদিকদের সচিবালয়ে ঢুকতে দেয়নি সরকার। তাই আমরাই আজকে সাংবাদিকদের ভূমিকায় অবতীর্ণ হয়েছি।’

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে প্রধান ফটকে সোয়াত সদস্যদের নিয়োজিত করা হয়েছে। সচিবালয়ের ভেতরে রাখা হয়েছে বিজিবি সদস্যদের। এ ছাড়া নিয়মিত নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মডফোর্স ব্যাটালিয়ন, পুলিশ, আনসার সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা গেছে। সচিবালয়ের বাইরে রাখা হয়েছে দুটি এপিসি।

সরকারি কর্মচারীদের আন্দোলনের মধ্যেই গত রোববার রাতে সরকারি কর্মচারী আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। এর ফলে চার ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের শুধু নোটিশ দিয়েই চাকরিচ্যুত করা যাবে। কর্মচারীরা এর প্রতিবাদে গত শনিবার থেকে সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন।

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে