হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকেরা। ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তরার আজমপুরে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা এ অবরোধ করে। পরে পুলিশের ধাওয়ায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। 

আন্দোলনরত শ্রমিকেরা বলেন, ‘বাজারে সব পণ্যের দাম বাড়ছে। কিন্তু আমাদের বেতন-ভাতা বাড়ছে না। তাই ন্যূনতম বেতন ২০ হাজার টাকা করার দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।’ 

শ্রমিকেরা জানান, দক্ষিণখানের চৈতি গার্মেন্টস, ইন্ট্রাকো ফ্যাশন ও ইন্ট্রাকো ডিজাইনসহ বিভিন্ন গার্মেন্টসের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক আন্দোলনে নামেন। পুলিশি ধাওয়ায় তাঁরা মহাসড়কের আশপাশে ছত্রভঙ্গ অবস্থায় অবস্থান নেন। 

এদিকে সরেজমিনে দেখা যায়, উত্তরার বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে গিয়ে অবরোধ করেন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও টিয়ারগ্যাস (কাঁদুনে গ্যাস) নিক্ষেপ করে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আর অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ওই এলাকায়। 

এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। পরে আমরা ছত্রভঙ্গ করে দিই।’ 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার