হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকেরা। ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তরার আজমপুরে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা এ অবরোধ করে। পরে পুলিশের ধাওয়ায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। 

আন্দোলনরত শ্রমিকেরা বলেন, ‘বাজারে সব পণ্যের দাম বাড়ছে। কিন্তু আমাদের বেতন-ভাতা বাড়ছে না। তাই ন্যূনতম বেতন ২০ হাজার টাকা করার দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।’ 

শ্রমিকেরা জানান, দক্ষিণখানের চৈতি গার্মেন্টস, ইন্ট্রাকো ফ্যাশন ও ইন্ট্রাকো ডিজাইনসহ বিভিন্ন গার্মেন্টসের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক আন্দোলনে নামেন। পুলিশি ধাওয়ায় তাঁরা মহাসড়কের আশপাশে ছত্রভঙ্গ অবস্থায় অবস্থান নেন। 

এদিকে সরেজমিনে দেখা যায়, উত্তরার বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে গিয়ে অবরোধ করেন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও টিয়ারগ্যাস (কাঁদুনে গ্যাস) নিক্ষেপ করে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আর অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ওই এলাকায়। 

এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। পরে আমরা ছত্রভঙ্গ করে দিই।’ 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক