রাজধানীর উত্তরায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকেরা। ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তরার আজমপুরে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা এ অবরোধ করে। পরে পুলিশের ধাওয়ায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, ‘বাজারে সব পণ্যের দাম বাড়ছে। কিন্তু আমাদের বেতন-ভাতা বাড়ছে না। তাই ন্যূনতম বেতন ২০ হাজার টাকা করার দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।’
এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। পরে আমরা ছত্রভঙ্গ করে দিই।’