হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ–সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, আহত ২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের দাবি আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের সবার নাম–পরিচয় জানা যায়নি। 

মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা নাহিদ জামাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিক্ষোভরত পোশাকশ্রমিকদের কারখানায় ঢুকে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে শ্রমিকেরা অভিযোগ করেছেন। এই ঘটনায় ৯ জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও ১৩ জন আহত প্রাথমিক চিকিৎসা নিয়ে অন্য হাসপাতালে গেছেন।’ 

ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন পোশাকশ্রমিক জরিনা বেগম বলেন, ‘আমরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করি। পাঁচ বছর ধরে আমাদের বেতন বাড়ে নাই। এখন বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছি। এর মধ্যে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির লোকজন এসে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা করে।’ 

আন্দোলনকারীরা মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনের আশপাশের এলাকায় দুইটি অসিম বাস ও একটি প্রজাপতি বাস ভাঙচুর করেছে। সে সময় প্রজাপতি বাসে অবস্থানরত চালক মো. আলাল আহত হন। তিনি বলেন, ‘শ্রমিকদের ছোড়া ইট এসে আমার মুখে লাগে। আমি বেশ আঘাত পেয়েছি।’ কথা বলার সময় তাঁর মুখ থেকে রক্ত ঝরছিল।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন বলেন, ‘আন্দোলনরত শ্রমিকদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হালকা হাতাহাতি হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। দুই-এক দিনের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা রয়েছে। এটা  উপেক্ষা করে তারা আন্দোলন করছে। আমরা তাদের বুঝিয়ে তুলে দিয়েছি।’ 

এ দিকে বিক্ষোভ শুরু হলে মিরপুর ১০ নম্বর থেকে কালশী পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন