হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় কামাল মজুমদার রিমান্ড শেষে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর কাফরুল থানার একটি হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম সাইফুদ্দিন হোসাইন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

সকালে কামাল মজুমদারকে কাফরুল থানায় দায়ের করা ইকরামুল হক হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুন অর রশীদ কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত ১৯ অক্টোবর কামাল মজুমদারকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ১৮ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে কাফরুল থানা-পুলিশ। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১০ এর শাহ আলী মার্কেটের সামনে গুলিতে আহত হন ইকরামুল হক। চিকিৎসার জন্য তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ১৪ আগস্ট তিনি মারা যান। 

এ ঘটনায় ইকরামুল হকের বাবা জিয়াউল হক ৭ সেপ্টেম্বর কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারনামীয় আসামি কামাল মজুমদার। 

উল্লেখ্য, সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কামাল আহমেদ মজুমদার। এর আগে একাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

কামাল মজুমদার ১৯৯৬,২০০৯ ও ২০১৪ সালেও আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মোহনা টিভিরও চেয়ারম্যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী মিরপুর, কাফরুল ও পল্লবী থানায় কয়েকজন আন্দোলনকারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি হত্যা মামলার আসামি কামাল মজুমদার।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু