হোম > সারা দেশ > ঢাকা

ফাঁকা ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল আজহাকে কেন্দ্র করে ফাঁকা রাজধানী ঢাকা। আজ রোববার সকালের দিকে সড়কে ব্যক্তিগত কিছু গাড়ির পাশাপাশি কিছু গণপরিবহনও দেখা গেছে। তবে নেই কোন যানজট, কোলাহল। গণপরিবহনগুলোতেও নেই কোন যাত্রীর চাপ।

রাজধানীর মিরপুর-১, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কাওরানবাজার, বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

মিরপুর-১ নম্বর গোলচত্বরে দেখা গেল, রাজধানীর বিভিন্ন রুটের বাস সারি ধরে দাঁড়িয়ে আছে। তবে যাত্রীর সংখ্যা নেই বললেই চলে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে বাসের সংখ্যাও কম। 

মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বাস চালকের সহকারীদের হাঁকডাক থাকলেও দেখা মিলছে না যাত্রীদের। আসন ফাঁকা রেখেই বাসগুলো বিভিন্ন রুটে চলে যাচ্ছে। এই এলাকা ঘুরে দুপুর নাগাদও কোরবানী দিতে দেখা গেছে।

রামপুরা-বনশ্রীতে সড়কে রিকশার দাপট দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চাপ অনেক কম দেখা গেছে।

ফাঁকা ঢাকার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় নানা তৎপরতার কথা জানিয়েছে পুলিশ র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো। এদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে পুলিশকে টহল দিতে দেখা গেছে। র‌্যাবের টহলও চোখে পড়েছে।

ঈদের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, আবাসিক এলাকায় আলাদা করে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাজার বা পিরদের আখড়ায় ঈদের জামাত হয়। সেসব জায়গায় হামলার আশঙ্কা থাকে। এ ধরনের জায়গা চিহ্নিত করেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন বলেন, যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঈদকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ