হোম > সারা দেশ > ঢাকা

অধ্যাপক আনু মুহাম্মদের কম্বাইন্ড অপারেশন দরকার: স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশের স্বনামধন্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ একটি রেল ট্রাফিক দুর্ঘটনায় আহত হয়ে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমি গতকাল রাতে ডাক্তারদের পাঠানো ছবি দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম অধ্যাপক আনু মুহাম্মদের যে ইনজুরিটা হয়েছে তার জন্য একটা কম্বাইন্ড অপারেশন দরকার। এইজন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেখ হাসিনা বার্ন অ্যাণ্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার দুপুরে অধ্যাপক আনু মুহাম্মদের চিকিৎসা সংক্রান্ত বোর্ড সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, সকালে প্রধানমন্ত্রী অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমিও তাকে সবকিছু অবহিত করেছি। একটা কম্বাইন্ড অপারেশনের জন্য এই ইনস্টিটিউট ভালো হবে। আমাদের দরকার অর্থোপেডিক, আমি মনে করি সবাই মিলে এই বিষয়ে একসাথে কাজ করলে ভালো হবে। আমরা চাই, তিনি সুস্থ হয়ে আবার তার কর্মস্থলে ফিরে যান।

তীব্র তাপদাহে প্রতিকূল পরিস্থিতি প্রসঙ্গে ডা. সামন্ত লাল সেন বলেন, আজকে আমরা দেশের সব মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে কথা বলেছি। এই তীব্র গরমে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কীভাবে থাকবে, আমরা একটা বিশদ আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি। বেশিরভাগ ক্লাস অনলাইনে হবে এবং যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে সেখানে রোগীকে নিয়ে এসে ক্লিনিক্যাল ক্লাসগুলো করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করি, এই প্রাকৃতিক অবস্থা বেশিদিন থাকবে না। এটা ঠিক হয়ে যাবে। তারপর আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি