হোম > সারা দেশ > ঢাকা

অধ্যাপক আনু মুহাম্মদের কম্বাইন্ড অপারেশন দরকার: স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশের স্বনামধন্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ একটি রেল ট্রাফিক দুর্ঘটনায় আহত হয়ে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমি গতকাল রাতে ডাক্তারদের পাঠানো ছবি দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম অধ্যাপক আনু মুহাম্মদের যে ইনজুরিটা হয়েছে তার জন্য একটা কম্বাইন্ড অপারেশন দরকার। এইজন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেখ হাসিনা বার্ন অ্যাণ্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার দুপুরে অধ্যাপক আনু মুহাম্মদের চিকিৎসা সংক্রান্ত বোর্ড সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, সকালে প্রধানমন্ত্রী অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমিও তাকে সবকিছু অবহিত করেছি। একটা কম্বাইন্ড অপারেশনের জন্য এই ইনস্টিটিউট ভালো হবে। আমাদের দরকার অর্থোপেডিক, আমি মনে করি সবাই মিলে এই বিষয়ে একসাথে কাজ করলে ভালো হবে। আমরা চাই, তিনি সুস্থ হয়ে আবার তার কর্মস্থলে ফিরে যান।

তীব্র তাপদাহে প্রতিকূল পরিস্থিতি প্রসঙ্গে ডা. সামন্ত লাল সেন বলেন, আজকে আমরা দেশের সব মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে কথা বলেছি। এই তীব্র গরমে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কীভাবে থাকবে, আমরা একটা বিশদ আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি। বেশিরভাগ ক্লাস অনলাইনে হবে এবং যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে সেখানে রোগীকে নিয়ে এসে ক্লিনিক্যাল ক্লাসগুলো করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করি, এই প্রাকৃতিক অবস্থা বেশিদিন থাকবে না। এটা ঠিক হয়ে যাবে। তারপর আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা