হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিককে মারতে এলেন শেকৃবি ছাত্রলীগের সভাপতি

শেকৃবি প্রতিনিধি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগের দলীয় অনুষ্ঠানে না যেতে চাওয়ায় এমদাদুল হক নামের এক সাংবাদিককে মারতে উদ্ধত হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মিঠু। এমদাদুল হক দেশ রূপান্তর পত্রিকার শেকৃবি প্রতিনিধি। 

জানা গেছে, আজ রোববার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যাওয়ার সময় এমদাদকে জোরপূর্বক দলীয় অনুষ্ঠানে নিয়ে যেতে চান মিঠু। পরিচয় দিয়ে অনুষ্ঠানে যেতে না চাইলে মিঠু তেড়ে এসে থাপ্পর দিয়ে এমদাদুলের কান ফাটাতে চান। 

ভুক্তভোগী সাংবাদিক এমদাদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে ক্লাসে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমাকে পথরুদ্ধ করেন ছাত্রলীগের সভাপতি মিঠু। এ সময় তিনি আমাকে ক্লাস বাদ দিয়ে দলীয় অনুষ্ঠানে যেতে বলেন। আমি তখন সাংবাদিক পরিচয় দিয়ে অনুষ্ঠানে যেতে না চাইলে তিনি আমার দিকে হাত উঠিয়ে তেড়ে এসে বলেন, থাপ্পর মেরে তোর কান ফাটায় দিব। এ সময় তিনি ও তাঁর পাশে থেকে কয়েকজন আমার সঙ্গে এ নিয়ে উচ্চবাচ্য করেন। আমি বারবার অস্বীকৃতি জানালেও মিঠু শরীর ধরে জোরপূর্বক অনুষ্ঠানে নিতে বাধ্য করতে থাকেন।’ 

ঘটনাটির প্রত্যক্ষদর্শী শেকৃবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ওলী আহম্মেদ বলেন, ‘এমদাদ ও আমি একই বর্ষের হওয়ায় সে সময় আমিও ক্লাসে যাচ্ছিলাম। ওই জায়গায় বিশৃঙ্খলা দেখলে আমি তাৎক্ষণিকভাবে সেখানে যাই। এ সময় আমি সাংবাদিক ও সাংবাদিক সমিতির পরিচয় দিলে সভাপতি মিঠু হেয় প্রতিপন্ন করে বলেন, তোমাদের আমি চিনি। কমিটি দিছ, আমাদের সাথে দেখা কর্‌স?’ 

এ সম্পর্কে জানতে সভাপতি মাসুদুর রহমান মিঠুর মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হারুন-উর-রশিদ সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী সাংবাদিকের কাছ থেকে আমি বিষয়টি মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব।’

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন