হোম > সারা দেশ > ঢাকা

মোবাইল চুরি ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা, আহত ৩ 

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, সাভার (ঢাকা) 

সাভারে মোবাইল চুরির ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর ওই যুবককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার বিকেলে সাভারের আড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। 

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজার ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা সাড়ে ৪টার দিকে আকাশ নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পুলিশ এসেছে, এর বেশি কিছু বলতে পারছি না।’ 

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবকের নাম আকাশ মৃধা (২২), পেশায় বাসের হেলপার। তিনি কুষ্টিয়ার কুমারখালী থানার শেখপাড়া গ্রামের আব্দুল হালিম মৃধার ছেলে। বর্তমানে সাভারে আড়াপাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন। 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার রাতে আড়াপাড়ায় একটি নাচ-গানের অনুষ্ঠানে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তির ছেলের মোবাইল চুরি হয়। এ ঘটনায় তিনি দুই যুবককে মারধর করেন। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে উপস্থিত যুবকেরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা এলাকা থেকে চলে যান। 

রাতে পুলিশের ভয়ে পালিয়ে গেলেও আজ (মঙ্গলবার) সকাল থেকে ছুরি, দা ও লাঠি নিয়ে এলাকায় মহড়া দিতে থাকেন একটি পক্ষ। এ সময় দফায় দফায় সংঘর্ষ হয় উভয় পক্ষের মধ্যে। বেলা ৪টার দিকে সংঘর্ষে উভয় পক্ষেরই কয়েকজন আহত হন। গুরুতর আহত আকাশ মৃধাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আকাশের প্রতিবেশী রেখা রানী বলেন, ‘জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী মোবাইল চুরির অপবাদে নয়ন ও প্রান্ত নামে দুই যুবককে মারধর করেন। এই ঘটনা থেকেই দুটি পক্ষের দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং হতাহতের ঘটনা ঘটে।’ অন্যদিকে জাহাঙ্গীরের দাবি, তাঁর ছেলের মোবাইল চুরির প্রতিবাদ করায় একটি পক্ষ তার স্বজনদের ওপর হামলা চালায়।

সাভার মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি গতকাল রাতে কোনো এক অনুষ্ঠানে নাচ-গান করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আবার কেউ কেউ বলছে মোবাইল চুরি বা ছিনতাই নিয়ে ঘটনা। তবে, এখনই নিশ্চিত হয়ে বলতে পারছি না। আকাশের লাশ উদ্ধারের জন্য হাসপাতালে এসেছি। আহতদের ব্যাপারে এখনো কোনো তথ্য পাইনি। আইনানুগ প্রক্রিয়া চলছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির