হোম > সারা দেশ > ঢাকা

তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশ

প্রতিনিধি, ঢাবি

জাতীয়করণ হওয়া দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেলের অর্থ ফেরত দেওয়াসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ করছেন জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। দ্রুত সরকারি সিদ্ধান্ত না পেলে লাগাতার অবস্থানের আল্টিমেটাম দেন তাঁরা। 

আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে শহীদ মিনারে শুরু হওয়া সমাবেশ থেকে এ দাবি জানান শিক্ষকেরা। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষকেরা সমাবেশে অবস্থান নিতে থাকেন। সাড়ে ১২টার সময়ে দাবিগুলোর পক্ষে বিভিন্ন শিক্ষক নেতারা বক্তব্য দেন। 

জাতীয়করণ হওয়া প্রাথমিক শিক্ষক মহাজোটের অন্য দুই দাবি হলো—প্রাথমিক বিদ্যালয় শিক্ষক জাতীয়করণ-২০১৩ নীতিমালা অনুযায়ী ৫০ শতাংশ শিক্ষককে জ্যেষ্ঠতা দেওয়া। এ ছাড়া স্কুল ম্যানেজিং কমিটির মাধ্যমে পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্ত করা। 

সমাবেশে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম চৌধুরী বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় আমাদের চাকরিজীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। শিক্ষকদের ভোগকৃত টাইমস্কেল কাটা ও জ্যেষ্ঠতার তালিকা থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা চাই, দাবিগুলো বাস্তবায়নে দ্রুত সরকারি সিদ্ধান্ত আসুক। 

মহাজোটের প্রধান সমন্বয়ক আব্দুর রহমান বাচ্চু বলেন, আমাদের মহাসমাবেশের মূল উদ্দেশ্য তিনটা দাবি বাস্তবায়ন। সুস্থভাবে আমরা ঘরে ফিরে যেতে চাই। তাই সরকারের পক্ষ থেকে দ্রুত আমাদের দাবির বিষয়ে সাড়া চাচ্ছি। 

এ সমাবেশে সিনিয়র সমন্বয়ক শেখ আব্দুস সালাম মিয়া, সমন্বয়ক মাহবুবুল আলম সহ বিভিন্ন শিক্ষকেরা বক্তব্য রাখেন। 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার