হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি সাংবাদিক সমিতি পথিকৃৎ প্রতিষ্ঠান: উপাচার্য

ঢাবি প্রতিনিধি

‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠার ৩৮ বছরে পদার্পণ করল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে টিএসসি প্রাঙ্গণে একটি র‍্যালি বের করা হয়। 

সংগঠনটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি মামুন তুষার। উপস্থিত ছিলেন টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলী আকবর প্রমুখ। 

উদ্বোধনকালে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘নিঃসন্দেহে বাংলাদেশের শিক্ষাঙ্গনে সাংবাদিকতা পেশায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি একটি পথিকৃৎ প্রতিষ্ঠান। প্রাতিষ্ঠানিক পর্যায়ে যখন এ ধরনের সংগঠন নির্ভীক ও বস্তুনিষ্ঠভাবে কাজ করে, তখন সেটির গুরুত্ব অশেষ। নানা ধরনের অসংগতি, বিচ্যুতি ও অসামঞ্জস্যতার প্রতি সাংবাদিকদের সব সময়ই সুতীক্ষ্ণ দৃষ্টি থাকে। তারা যেসব লেখনী প্রকাশ করে, সেটি পলিসি গ্রহণে গুরুত্ব রাখে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কাজটি করি।’ 

উপাচার্য আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি পেশাদারিত্বের সঙ্গে তার যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা প্রত্যাশা করব তাদের এই ধারা যেন অক্ষুণ্ন থাকে। আজকের এই সুন্দর দিনে সাংবাদিক সমিতির সব সদস্যকে অভিনন্দন জানাই।’ 

এদিকে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সঙ্গে সাংবাদিক সমিতির সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচে শিক্ষকেরা ৭-০ গোলে জয়ী হন। ৩ গোল দিয়ে হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ ছিনিয়ে নেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলাম। 

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নিজামুল হক ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, সিনেট সদস্য অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর ১৩ জন সাংবাদিককে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করে। 

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের