হোম > সারা দেশ > ঢাকা

পুনর্বাসনের আগে উচ্ছেদ বন্ধের দাবি বিহারিদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুনর্বাসনের আগে ক্যাম্প উচ্ছেদের কার্যক্রম বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ (বাংলাদেশ)। আজ রোববার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানিয়েছে সংগঠনটি। 

পুনর্বাসনের আগে ক্যাম্প উচ্ছেদ কার্যক্রম বন্ধসহ স্থায়ী পুনর্বাসনের আগে স্থানান্তরের পরিকল্পনা বাতিল, মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তা প্রদান, মিরপুর, মোহাম্মদপুর, নারায়ণগঞ্জসহ উচ্ছেদকৃত পরিবারকে ক্ষতিপূরণসহ পুনর্বাসন, মেয়র, ন্যাশনাল হাউজিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও এলজিআরডিকে উর্দুভাষী বিহারি নেতাদের সঙ্গে আলোচনায় বসা এবং নিউ সোসাইটি মার্কেটের দোকানদারদের ট্রেড লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করার দাবি জানায় সংগঠনটি। 

নেতারা জানান, সমস্ত নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে জীবিকা ও মৌলিক অধিকারের জন্য যখন লড়াই করে যাচ্ছে বিহারিরা তখন প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও ক্যাম্প ও দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে সিটি করপোরেশন। 

ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ বাংলাদেশের সভাপতি মো. মোস্তাক আহমেদ বলেন, জানুয়ারিতে মিরপুরে রাস্তা উন্নয়নের নামে কয়েকশ বাড়িঘর ভেঙে ফেলা হয়। এর ফলে কয়েকশ পরিবার খোলা আকাশের নিচে থাকছে। মেয়র ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সেই কথা ভুলে আবারও ক্যাম্প উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে। 

মিরপুর-১১-তে একটি মার্কেটে বিহারিদের দোকান বরাদ্দের জন্য টাকা নিয়েও বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করে মোস্তাক আহমেদ বলেন, সিটি করপোরেশন মিরপুর সেকশন-১১-তে দোকান নির্মাণ করে নিউ সোসাইটি মার্কেট দোকানদারদের দোকান বরাদ্দ দেবে বলে ব্যবসায়ীদের কাছ থেকে ১৬ কোটি টাকা নিয়েছে। দোকানদারদের ট্রেড লাইসেন্স দেওয়াও বন্ধ রেখেছে। 

পাঁচ লাখ অসহায় মানুষের সমস্যা সমাধানের জম্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে নেতারা সম্মিলিতভাবে সবাইকে আলোচনায় বসে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কো-চেয়ারম্যান সরফরাজ আলম, সহ-সভাপতি মো. সোহেল রেজা লাল্লু, মো. ফিরোজ সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহতাব আলম সহ প্রমুখ। 

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন