হোম > সারা দেশ > গাজীপুর

খুদে বঙ্গবন্ধু সেজে বিজয়ের গান গাইতে এসেছিল তারা

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ১৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা একেকজন সেজেছিলেন খুদে বঙ্গবন্ধু। তারা গাইতে এসেছিল বিজয়ের গান। শুনতে এসেছিল বিজয়ের কবিতা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা খুদে বঙ্গবন্ধু সেজে কুচকাওয়াজে অংশ নেয়। 

শিক্ষার্থীরা জানায়, আজ বিজয় দিবস। এই দিনে বাংলাদেশে লাল সবুজের পতাকা টানানো হয়েছিল। আর এই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। সে জন্য বঙ্গবন্ধুর পোশাকে বিজয় দিবসের অনুষ্ঠানে এসেছে তারা। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, পৌর মেয়র মো. আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফর নাহার মেজবা, শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন, শ্রীপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. সিরাজুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নূরে আলম মোল্লাসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৫৪৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি