হোম > সারা দেশ > ঢাকা

নিজ ফ্ল্যাট থেকে ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

ঢাকা: নিজ ফ্ল্যাট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরার অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার মো. শহীদুল্লাহ।

পুলিশ জানিয়েছে, প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে দরজা ভেঙে তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অধ্যাপক রেহমান মৃত্যুর আগে বমি করেছেন। তার মরদেহ ফ্ল্যাটের টয়লেটের সামনে পড়েছিল বলে জানান ঘটনাস্থলে যাওয়া কর্মকর্তাদের একজন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি ড. রেহমান সংবাদপত্রে সমকালীন বিশ্ব পরিস্থিতি নিয়ে নিয়মিত কলাম লিখতেন। আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি এবং তুলনামূলক রাজনীতি নিয়ে লেখালেখিতে সুনাম রয়েছে তাঁর। এসব বিষয়ে রয়েছে তার একাধিক গ্রন্থ। এর মধ্যে ‘বিশ্ব রাজনীতির ১০০ বছর’, ‘আন্তর্জাতিক রাজনীতিকোষ’ অন্যতম।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ: রাজনীতির ২৫ বছর, বাংলাদেশ: রাজনীতির চার দশক, বাংলাদেশ: রাষ্ট্র ও রাজনীতি, গণতন্ত্রের শত্রু-মিত্র, নয়া বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতি, ইরাক যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতির চালচিত্র, উপ-আঞ্চলিক জোট, গঙ্গার পানি চুক্তি: প্রেক্ষিত ও সম্ভাবনা, সোভিয়েত-বাংলাদেশ সম্পর্ক, ট্রানজিট ইস্যু ও গ্যাস রফতানি প্রসঙ্গ ইত্যাদি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক এ চেয়ারম্যানের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার