হোম > সারা দেশ > ঢাকা

পাঁচ দিনের রিমান্ডে হেফাজত নেতা মঞ্জুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ২০১৩ সালে রাজধানীর পল্টন এলাকায় হেফাজতে ইসলামীর তাণ্ডবের ঘটনায় দায়ের করা নাশকতার এক মামলায় হেফাজতে ইসলাম নেতা মাওলানা মঞ্জুরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার মামলার তদন্ত কর্মকর্তা এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে দশ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সোমবার শুনানির দিন ধার্য করেন। এর আগে গত এপ্রিলে মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তাঁরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করে পুলিশ।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালায়। নেতা-কর্মীরা বায়তুল মোকাররম মসজিদ ও আশপাশের এলাকায় আগুন দেয়। ভাঙচুর করে। তাঁরা মসজিদ এলাকার বইয়ের দোকানে আগুন ধরিয়ে দেয়। পবিত্র কোরআন, বিভিন্ন হাদিসের বই ও ধর্মীয় বইও তাঁদের তাণ্ডব থেকে রেহাই পায়নি। আসামি মঞ্জুরুল ইসলাম প্রত্যক্ষভাবে এসব তাণ্ডবে অংশ নিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এ হামলার উদ্দেশ্য ও সহযোগী পলাতক আসামিদের গ্রেপ্তার করা যাবে।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার