হোম > সারা দেশ > ঢাকা

শ্যামপুরে রোলার কোস্টার থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শ্যামপুর ইকোপার্কে রোলার কোস্টার রাইডার থেকে পড়ে রাব্বি (১২) নামের এক স্কুলছাত্র মারা গেছে। আজ মঙ্গলবার দুপুর ১টার ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

রাব্বির ভাগনে মো. সাইফ জানায়, তাদের বাসা গেন্ডারিয়ার কাঠবাগিচা এলাকায়। রাব্বি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। দুই ভাই এক বোনের মধ্যে ছোট ছিল রাব্বি। 

সাইফ আরও জানায়, রাব্বিসহ একই এলাকার ৫ জন মিলে শ্যামপুর ইকোপার্কে ঘুরতে যায়। সেখানে পার্কের মধ্যে রোলার কোস্টার নামে একটি রাইডারে ওঠে। সেখান থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে দর্শনার্থীদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায় রাব্বি। 

রাব্বির মৃত্যুর খবর পেয়ে বাবা-মাসহ স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। বাবা জনু মিয়া বলেন, ‘গেন্ডারিয়া তাদের স্থানীয় বাসা। ঈদের আনন্দে রাব্বি কয়েকজনের সঙ্গে ঘুরতে বের হয়। পরে পার্কের একটি রাইডার থেকে নিচে পড়ে যায়। খবর পেয়ে হাসপাতালে এসে রাব্বির মরদেহ দেখতে পাই।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক