হোম > সারা দেশ > ঢাকা

‘যেসব বাড়ির লাইনে কলাগাছ দিয়েছি, তারা পাগল হয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী যেসব বাড়ির সুয়ারেজ লাইনে কলাগাছ ঢোকানো হয়েছে, সেসব বাড়ির মালিকেরা পাগল হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘যে কয়েকটা বাড়ির সুয়ারেজ লাইনে কলাগাছ ঢুকিয়েছি, তারা এখন পাগল হয়ে গেছে।’

আজ বুধবার পয়োবর্জ্যের লাইন ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে অভিযান পরিচালনার সময় ডিএনসিসি মেয়র এসব কথা জানান। অভিযানের অংশ হিসেবে গুলশান ২-এর একটি বাসার সুয়ারেজ পাইপলাইনে কলাগাছ ঢুকিয়ে কার্যক্রম শুরু হয়।

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানী-বারিধারা ও নিকেতনের প্রায় ৮৫ শতাংশ বাড়ির পয়োবর্জ্য সরাসরি লেকে পড়ছে বলে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘অভিজাত চারটি এলাকার ৩ হাজার ৮৩০টি বাড়িতে আমরা জরিপ করেছি। এই বাড়িগুলোর মধ্যে ৩ হাজার ২৬৫টি বাড়ির পয়োবর্জ্য সরাসরি পড়ছে লেকে অথবা ড্রেনে।’ 

অভিযান পরিচালনার আগে অনেক সময় দেওয়া হয়েছে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘বারিধারায় ৫৫০টি বাড়ির মধ্যে ৫ বাড়িতে সঠিক স্যানিটেশন ব্যবস্থা রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। লেকে মাছ চাষ করা যাচ্ছে না। গুলশান সোসাইটির নবনির্বাচিত কমিটি আমার কাছে এসেছে, তারা সময় চেয়েছে তিন মাস। আমি তাদের ছয় মাস সময় দিয়েছি।’

ওয়াসা বিল নিচ্ছে, সেবা দিচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ওয়াসাকে বলছি, আপনারা যাচাই করুন, যে বিল নিচ্ছেন সেবা দিচ্ছেন তো? জরিপের ফলাফল আমি অফিশিয়ালি ওয়াসাকে জানাব।’

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ