হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভুয়া কোম্পানি খুলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তাঁরা

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিভিন্ন জেলায় ভুয়া কোম্পানি খুলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন মো. জাহাঙ্গীর আলম ওরফে আকাশ (৪০) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তার ওরফে ঝর্না (৩৫)। ১২টি প্রতারণা মামলায় দুই বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না তাদের। অবশেষে করিমগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তাঁরা। আজ মঙ্গলবার ভোরে ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও নারায়গঞ্জ জেলার ফতুল্লাহ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আলম ওরফে আকাশ (৪০) করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা, নরসিংদী, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, শরীয়তপুর, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এ. বি. সি. মাল্টি ফুড প্রোডাক্ট লিমিটেড ও বিভিন্ন নাম দিয়ে প্রতারণা করে সাধারণ মানুষদের কাছ থেকে অনেক টাকা ও ধান-চাল হাতিয়ে নিতেন এই দম্পতি। কোম্পানি দেখিয়ে ভিন্ন ব্যবসা এবং দ্রব্য সরবরাহের প্রলোভন দেখিয়ে লোক জনের কাছ থেকে টাকা আদায় করতেন কিন্তু পরে সেই দ্রব্য সরবরাহ করতেন না। 

এ কারণে আকাশের নামে ১১টি ও স্ত্রী জেসমিনের নামে একটি প্রতারণা মামলা হয়। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকে তাঁরা পালিয়ে ছিলেন। দুই বছর ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে তাঁরা প্রতারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে একটি ভুয়া কোম্পানি খুলে তাঁরা প্রতারণা করছিল। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এ নিয়ে জানতে চাইলে করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, ‘আসামি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার এড়ানোর জন্য করিমগঞ্জের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তথ্য প্রযুক্তির সাহায্যে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে তাঁদের কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট