হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের মতিঝিল স্টেশনে ২৫ হাজার কানাডিয়ান ডলার হারানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

রাজধানীর মতিঝিলে অবস্থিত মেট্রোরেল স্টেশনে মেজবা উদ্দিন নামে এক ব্যাংক কর্মকর্তার পকেট থেকে ২৫ হাজার কানাডিয়ান ডলার খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মতিঝিল মেট্টোরেল স্টেশনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের কাছে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। জানতে চাইলে এমআরটি পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর রহমান বলেন, ‘তিনি এখনো বিষয়টি জানেন না। বিষয়টি জানতে খোঁজ নিচ্ছেন।’

এদিকে ভুক্তভোগী মেজবা উদ্দিনের বন্ধু মোশারফ হোসেন বলেন, মেজবা ডাচ-বাংলা ব্যাংকে চাকরি করেন। তার বোন কানাডিয়ান প্রবাসী। মেজবার বোন বাংলাদেশ এসেছিল বেড়াতে। সে আবার কানাডায় চলে যাবেন। সে জন্য গতকাল এই কানাডিয়ান ডলারগুলো বোনের জন্য কিনেছিলেন মেজবা। পরে সে মতিঝিলের মেট্রোরেল স্টেশনে এসেছিল বিকেল সাড়ে চারটার দিকে সেখান থেকে মিরপুর যাওয়ার জন্য। এরই মধ্যে স্টেশন থেকে তার পকেট থেকে কে বা কারা ডলারগুলো নিয়ে যায়।

তিনি বলেন, পরে মেজবার কাছ থেকে এই খবর শুনে তিনি নিজেও স্টেশনে আসেন। স্টেশনের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখেছেন। কারা মেজবা পকেট থেকে ডলারগুলো চুরি করে নিয়ে গেছে সেটি বের করার চেষ্টা করছেন।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার