হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের মতিঝিল স্টেশনে ২৫ হাজার কানাডিয়ান ডলার হারানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

রাজধানীর মতিঝিলে অবস্থিত মেট্রোরেল স্টেশনে মেজবা উদ্দিন নামে এক ব্যাংক কর্মকর্তার পকেট থেকে ২৫ হাজার কানাডিয়ান ডলার খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মতিঝিল মেট্টোরেল স্টেশনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের কাছে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। জানতে চাইলে এমআরটি পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর রহমান বলেন, ‘তিনি এখনো বিষয়টি জানেন না। বিষয়টি জানতে খোঁজ নিচ্ছেন।’

এদিকে ভুক্তভোগী মেজবা উদ্দিনের বন্ধু মোশারফ হোসেন বলেন, মেজবা ডাচ-বাংলা ব্যাংকে চাকরি করেন। তার বোন কানাডিয়ান প্রবাসী। মেজবার বোন বাংলাদেশ এসেছিল বেড়াতে। সে আবার কানাডায় চলে যাবেন। সে জন্য গতকাল এই কানাডিয়ান ডলারগুলো বোনের জন্য কিনেছিলেন মেজবা। পরে সে মতিঝিলের মেট্রোরেল স্টেশনে এসেছিল বিকেল সাড়ে চারটার দিকে সেখান থেকে মিরপুর যাওয়ার জন্য। এরই মধ্যে স্টেশন থেকে তার পকেট থেকে কে বা কারা ডলারগুলো নিয়ে যায়।

তিনি বলেন, পরে মেজবার কাছ থেকে এই খবর শুনে তিনি নিজেও স্টেশনে আসেন। স্টেশনের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখেছেন। কারা মেজবা পকেট থেকে ডলারগুলো চুরি করে নিয়ে গেছে সেটি বের করার চেষ্টা করছেন।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান