হোম > সারা দেশ > গাজীপুর

মাকে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

কালিয়াকৈর (গাজিপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ট্রাকস্টেশন এলাকার ভাড়া বাসা থেকে আবু বকর ওরফে সামসুল (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চিরকুটে মায়ের উদ্দেশে আবেগঘন কিছু লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আবু বকর ওরফে সামসুল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাশেমনগর এলাকার মৃত তালুক আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সামসুল কালিয়াকৈর উপজেলার ট্রাকস্টেশন এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল উদ্দিনের বাসা দেড় মাস আগে ভাড়া নেন। প্রতিদিনের মতো গত মঙ্গলবার তিনি তাঁর তিন সহযোগীর সঙ্গে এক কক্ষে শুয়ে পড়েন। সবাই ঘুমিয়ে পড়লে রাতের কোনো একসময় তিনি বাইরে থেকে ওই কক্ষে তালা ঝুলিয়ে দেন। অপর তিন সহযোগী পরদিন সকালে নিরাপত্তাকর্মীকে দিয়ে তালা খুলে ঘর থেকে বের হন। এরপর খাবার ঘরের বিমের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় ঝুলন্ত সামসুলকে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তারা সামসুলের মৃতদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

সামসুলের বড় ভাই জসিম উদ্দিন বলেন, ‘ময়নাতদন্তের পর আমার ভাইকে বুধবার রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ঝুলন্ত মরদেহ ও মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চিরকুটে সামসুল কাউকে দায়ী করেননি বরং মাকে কিছু আবেগঘন কথা লিখেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ