হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড পাওয়া একজন কয়েদি মারা গেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে আজ সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। মারা যাওয়া কয়েদির নাম আশফাক আহমেদ শিহাব (৩৪)। তিনি টাঙ্গাইলের সদর উপজেলার রেজিস্ট্রিপাড়া এলাকা বাসিন্দা। তাঁর মরদেহের ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে আশফাক আহমেদ শিহাব হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। পরে তাঁকে দ্রুত কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর ইসিজি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সুব্রত কুমার বালা আরও বলেন, ‘আশফাক আহমেদ শিহাব ঢাকার পল্লবী থানায় ২০১২ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। তাঁকে ২০১৫ সালের ৭ নভেবম্বর এই কারাগারে আনা হয়। এখানে থাকাকালীন ওই মামলার বিচারে তাঁকে মৃত্যুদন্ড দেয় আদালত।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ