হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড পাওয়া একজন কয়েদি মারা গেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে আজ সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। মারা যাওয়া কয়েদির নাম আশফাক আহমেদ শিহাব (৩৪)। তিনি টাঙ্গাইলের সদর উপজেলার রেজিস্ট্রিপাড়া এলাকা বাসিন্দা। তাঁর মরদেহের ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে আশফাক আহমেদ শিহাব হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। পরে তাঁকে দ্রুত কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর ইসিজি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সুব্রত কুমার বালা আরও বলেন, ‘আশফাক আহমেদ শিহাব ঢাকার পল্লবী থানায় ২০১২ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। তাঁকে ২০১৫ সালের ৭ নভেবম্বর এই কারাগারে আনা হয়। এখানে থাকাকালীন ওই মামলার বিচারে তাঁকে মৃত্যুদন্ড দেয় আদালত।’

রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার