হোম > সারা দেশ > গাজীপুর

কারাগারে পাপিয়ার সিন্ডিকেট: বন্দীকে নির্যাতনের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নারী বন্দীকে নির্যাতনের ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় ২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি যুব মহিলা লীগের সাবেক নেত্রী শামীমা নুর পাপিয়াকে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় মেট্রন ফাতেমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, মেট্রন ফাতেমার বিরুদ্ধে হাজতিকে নির্যাতনে জড়িত থাকার অভিযোগ উঠলে তাঁকে শোকজ ও তদন্ত কমিটি গঠন করা হয়। গত ২৮ জুন দাখিল করা শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে ১ জুলাই থেকে রিজার্ভে ডিউটি দেওয়া হয়। তিনি আর কারাগারের ভেতরে কোনো কাজ করতে পারবেন না বলে জানান তিনি। 

মো. ওবায়দুর রহমান আরও বলেন, তদন্ত কমিটি বন্দী নির্যাতনের ঘটনায় ফাতেমা জড়িত থাকায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করেছে।

কারাগার সূত্রে জানা গেছে, নানা কেলেঙ্কারিতে আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়া গ্রেপ্তারের পর থেকে রাখা হয় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের অভ্যন্তরে কেন্দ্রীয় মহিলা কারাগারে। এ সময় তিনি কারাগারের ভেতর গড়ে তোলেন অপরাধের আরেক সাম্রাজ্য। সেখানে তাঁর কর্তৃত্ব ধরে রাখতে গড়ে তোলেন অনুগত এক বাহিনী। কারাগারে বন্দী অন্য নারীদের ওপর চালান নির্যাতন, ছিনিয়ে নেন তাঁদের টাকা-পয়সা ও প্রয়োজনীয় জিনিসপত্র। বাধা দিলে চালান নির্যাতন। আর এ কাজে কয়েকজন কারারক্ষী এবং নারী বন্দী তাঁর সহযোগীর অভিযোগ ওঠে। 

গত ২৫ জুন কারাগারে বন্দী রুনা লায়লা (৩৮) নামে এক নারীকে নির্যাতনের ঘটনায় তাঁর স্বজনদের অভিযোগের মাধ্যমে বেরিয়ে এসেছে এক রোমহর্ষক ঘটনা। ভুক্তভোগীর ভাই গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে সেই ঘটনার বর্ণনা তুলে ধরে প্রতিকার চান। ভুক্তভোগী নারী ঢাকার কোতোয়ালি থানায় নথি চুরির মামলায় গত ১৬ জুন থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার বন্দী ছিলেন। পরে তিনি ২৭ জুন জামিনে মুক্তি পান। 

বিষয়টি জেনে বন্দী নির্যাতনের ঘটনা তদন্তের জন্য কারা কর্তৃপক্ষ জেল সুপার ফারজানা আক্তারের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এ সময় নির্যাতনে জড়িত অন্য বন্দীদের শাস্তি দেওয়া হয়। মেট্রন ফাতেমাসহ দুজনকে শোকজ করা হয়। এ ছাড়া গত ৩ জুলাই অভিযুক্ত শামীমা নুর পাপিয়াকে কাশিমপুর কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন