হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মুগদায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মুগদায় পলি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২০ মে) সকাল ৮টার দিকে মানিকনগরের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে মুগদা থানা-পুলিশ।

নিহত পলি শেরপুর সদর উপজেলার সুতিরপাড় গ্রামের রিকশাচালক সুজন মিয়ার মেয়ে। বর্তমানে মুগদা মানিকনগর পাকার রাস্তার মাথায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার ঘরে হাসি নামে ৬ মাসের কন্যা সন্তান রয়েছে। পাশাপাশি রুমে পলির বাবা-মা ও ভাড়া থাকেন।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আঙ্গুরা আক্তার সীমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে সোমবার সকাল ৮টার মুগদা মানিকনগর পাকার মাথায় একটি বাসা থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধূ বিছানায় শায়িত অবস্থায় ছিল।’

এসআই আরও জানান, পরিবার থেকে জানা যায় রাত ২টা থেকে সকাল ৬টার মধ্যে যেকোনো সময় সে গলায় ফাঁস দিয়েছে। পারিবারিক কলহের জেরে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে গৃহকর্মীর স্বামী রিকশা চালক মো. হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মৃত পলির দুলাভাই আলমগীর হোসেন বলেন, পারিবারিক বিষয় নিয়ে পলি আক্তারে সঙ্গে গত পরশুদিন তাঁর স্বামী রিকশাচালক হাসানের ঝগড়া হয়। সে সময় হাসান তাঁর স্ত্রীকে মারধরও করে। রোববার রাতে স্বামী-স্ত্রী দুজনই ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে তাঁর স্বামী উঠে দেখতে পায় পলি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে নিজেই পলিকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। পরে সবাইকে খবর দেয়।’

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত