হোম > সারা দেশ > টাঙ্গাইল

সপ্তাহের ব‍্যবধানে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ২ ছাত্রীর আত্মহত্যা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী আত্মহত্যা করেছে। ওই দুই ছাত্রী উপজেলার আড়াইপাড়া মাজেদা মজিদ উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষার্থী। দুজনেই পান করেছিল ঘাস নিধনের কীটনাশক। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে রহস্য তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াসিন আলী দুই শিক্ষার্থীর কীটনাশক পানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি রহস্যের বিষয়টি এড়িয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে মাজেদা মজিদ উচ্চ বিদ‍্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জেমি আক্তার ঘাস নিধনের কীটনাশক পান করে। ঢাকার একটি হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। সে আড়াইপাড়া গ্রামের জামান মিয়ার মেয়ে।

এদিকে গত শনিবার (৫ নভেম্বর) ওই বিদ‍্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার একই ধরনের কীটনাশক পান করে। চিকিৎসা শেষে রোববার বাড়িতে নিয়ে এলে গতকাল সোমবার (৭ নভেম্বর) ভোরে তারও মৃত্যু হয়।

মাজেদা মজিদ উচ্চ বিদ‍্যালয়ের অভিভাবক সদস‍্য আজাহারুল ইসলাম বলেন, ‘শুনেছি দুই শিক্ষার্থী ঘাস মারার বিষ খেয়েছিল। তবে একইভাবে মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে।’

মাজেদা মজিদ উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত দুই শিক্ষার্থী আমার বিদ‍্যালয়েরই ছাত্রী ছিল। তবে তারা কেন বিষপান করেছিল তা জানি না।’

এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার আত্মহত্যার বিষয়ে সখীপুর থানায় কোনো তথ্য নেই।’

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে