টাঙ্গাইলের সখীপুরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী আত্মহত্যা করেছে। ওই দুই ছাত্রী উপজেলার আড়াইপাড়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। দুজনেই পান করেছিল ঘাস নিধনের কীটনাশক। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে রহস্য তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াসিন আলী দুই শিক্ষার্থীর কীটনাশক পানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি রহস্যের বিষয়টি এড়িয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জেমি আক্তার ঘাস নিধনের কীটনাশক পান করে। ঢাকার একটি হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। সে আড়াইপাড়া গ্রামের জামান মিয়ার মেয়ে।
এদিকে গত শনিবার (৫ নভেম্বর) ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার একই ধরনের কীটনাশক পান করে। চিকিৎসা শেষে রোববার বাড়িতে নিয়ে এলে গতকাল সোমবার (৭ নভেম্বর) ভোরে তারও মৃত্যু হয়।
মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আজাহারুল ইসলাম বলেন, ‘শুনেছি দুই শিক্ষার্থী ঘাস মারার বিষ খেয়েছিল। তবে একইভাবে মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে।’
মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত দুই শিক্ষার্থী আমার বিদ্যালয়েরই ছাত্রী ছিল। তবে তারা কেন বিষপান করেছিল তা জানি না।’
এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার আত্মহত্যার বিষয়ে সখীপুর থানায় কোনো তথ্য নেই।’