হোম > সারা দেশ > ঢাকা

কাকরাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কাকরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় শহিদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ২টার দিকে কাকরাইল স্কাউট ভবন সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

শহিদুল ইসলাম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সৈয়দ আলীর ছেলে। বর্তমানে স্ত্রীকে নিয়ে সবুজবাগ বাসাবো হক আবাসিক সোসাইটিতে থাকতেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল জানান, ‘রাতে কাকরাইল থেকে নয়াপল্টনের দিকে যাবার পথে স্কাউট ভবন সংলগ্ন রাস্তায় একটি গাড়ি মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দিয়েছিল বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’

এদিকে নিহত শহিদুলের শ্যালক জুবায়ের হোসেন জামিল জানান, শহিদুল ইসলাম মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। রাতে বাসায় ফিরছিলেন। পুলিশের মাধ্যমে তাঁরা দুর্ঘটনার খবর শুনতে পান। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, স্কাউট ভবনের পাশের একটি গলি থেকে একটি কুকুর হঠাৎ দৌড়ে তাঁর মোটরসাইকেলের সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে ডানদিকে বাঁক নেন। তখন পেছন থেকে একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯