হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিক আফতাব হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি রাজু মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘাতকেরা সাংবাদিক আফতাব আহমেদের বাসায় প্রবেশ করে। এ ঘটনায় তাদের সহযোগিতা করে সাংবাদিক আফতাবের গাড়ির চালক হুমায়ুন কবির। পরে ঘাতকেরা ডাকাতির চেষ্টা করলে সাংবাদিক আফতাব বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। রাজু মুন্সি সাংবাদিক আফতাবের গাড়িচালকের আত্মীয়। 

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারায় অবস্থিত এটিইউর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এটিইউর পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহিদ এ তথ্য জানান। 

এম এম হাসানুল জাহিদ বলেন, একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি রাজু মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এটিইউর একটি দল। রাজু দীর্ঘ ৯ বছর বিভিন্ন ছদ্মবেশ দেশের সীমান্তবর্তী এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতেন না। 

এম এম হাসানুল জাহিদ জানান, ফটো সাংবাদিক আফতাব আহমেদ পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় নিজস্ব ফ্ল্যাটে থাকতেন। তাঁর ব্যক্তিগত গাড়িচালক হুমায়ুন কবিরের সহায়তায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে রাজুসহ বেশ কয়েকজন ২০১৩ সালের ২৪ ডিসেম্বর আফতাব আহমেদের বাসায় প্রবেশ করে। তারা টাকা ও স্বর্ণালংকার লুট করার চেষ্টা করে। সাংবাদিক আফতাব তাদের বাধা দেন এবং চিৎকার করতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে ঘাতকেরা আফতাবকে শ্বাসরেধে হত্যা করে। ঘটনার পরদিন ২৫ ডিসেম্বর ভিকটিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

তিনি বলেন, ওই ঘটনায় ২০১৩ সালের ২৬ ডিসেম্বর রামপুরা থানায় একটি হত্যা মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের এক বছরের মাথায় রাজু মুন্সিসহ দুজন জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। পরে ২০১৭ সালে রাজুসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছর কারাদণ্ড দেন আদালত। গ্রেপ্তারের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন বিলাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল ও গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। অপরজন সবুজ খানকে সাত বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার