হোম > সারা দেশ > ঢাকা

শুধু শিক্ষা খাতে বরাদ্দই বিএনপি আমলের মোট বাজেটের চেয়ে বেশি: দীপু মনি

সাভার (ঢাকা) প্রতিনিধি

বিএনপির সময় সারা দেশের যা বাজেট ছিল, বর্তমানে আমার এক শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দই তার চেয়ে বেশি। ফলে বিএনপির কাছে আমাদের বাজেটকে ‘উচ্চাভিলাষী’ বলে মনে হতেই পারে। 

আজ শুক্রবার সন্ধ্যায় সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটোরিয়ামে ওস্তাদ লিও জে বাড়ৈ স্মৃতিপদক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘তারাতো (বিএনপি) কোনো কাজ করেনি। আর করতে পারেনি বলেই জনগণ তাঁদের প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ সরকার পারে, শেখ হাসিনা পারে। আর পারে বলেই অর্থনৈতিকভাবে শুধু নয়, সকল দিক থেকে আজ বাংলাদেশ মর্যাদাপূর্ণস্থানে এসে পৌঁছেছে। আজকের এই বাজেট সেই সব ক্ষমতার একটি প্রমাণ।’ 

বর্তমান সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না বিএনপির এমন বক্তব্যের জবাবে ডা. দীপু মনি বলেন, ‘এ রকম কথা তারা প্রায়ই বলে। তাতে কোনো কিছু যায় আসে না। দেশে আইন আছে, সংবিধান আছে। সেই অনুযায়ী যথাযথভাবে মানুষের ইচ্ছা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশের সকল দল অংশগ্রহণ করবে। এটাই আমরা প্রত্যাশা করি।’ 

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাভার পৌর মেয়র আব্দুল গণি, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ড. লীনা তাপসী খান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ওস্তাদ লিও জে বাড়ৈ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জুলিয়েট সুসমিতা বাড়ৈসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষামন্ত্রী বেশ কয়েকজন গুণী মানুষকে সম্মাননা প্রদান করেন। 

এর আগে নুরুল ইসলাম রানা পরিচালিত ওস্তাদ লিউ জে বাড়ৈ স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র ‘আলোর দিশারী’ ওস্তাদ লিউ জে বাড়ৈয়ের প্রদর্শনী, ওস্তাদ লিউ জে বাড়ৈয়ের লেখা সঙ্গীতাঞ্জলি বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওস্তাদ লিউ জে বাড়ৈয়ের সংগীত চর্চাসহ এই সংগীতে অবদান রাখায় চারজনকে পদক প্রদান করা হয়। 

উক্ত অনুষ্ঠানে স্মৃতি পদক প্রাপ্তরা হলেন-বিশিষ্ট গুণীজন ওস্তাদ করিম শাহাবুদ্দিন (সংগীতশিল্পী), আব্দুল কাদের তালুকদার (সাংস্কৃতিক ব্যক্তিত্ব), পারভিন ইসলাম (সাংস্কৃতিক ব্যক্তিত্ব) ও অনিমা মুক্তি গোমেজ (সংগীতশিল্পী)।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা