হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর বারের সাবেক সভাপতি-কোষাধ্যক্ষ কারাগারে

গাজীপুর প্রতিনিধি

অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান ও কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। 

এর আগে দুজন উচ্চ আদালত থেকে নেওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। 

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মকবুল হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা আত্মসাতের মামলায় গাজীপুর বারের সাবেক সভাপতি ও ট্রেজারার আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে সাবেক সাধারণ সম্পাদক পলাতক রয়েছেন।’ 

গত ১৫ মে গাজীপুর বারের অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। মামলার বিবাদীরা হলেন বারের সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার ও কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান। সহযোগী হিসেবে সাবেক লাইব্রেরি সম্পাদক মো. রওশন আলী ও সাবেক মহিলা সম্পাদক রাবেয়া ইয়াসমিন কল্পনাকে বিবাদী করা হয়েছে। 

এ বিষয়ে গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বারের সাবেক সভাপতি ও কোষাধ্যক্ষ আজ আদালতে আত্মসমর্পণ করতে আসেন। পরে বিচারক তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু