হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর বারের সাবেক সভাপতি-কোষাধ্যক্ষ কারাগারে

গাজীপুর প্রতিনিধি

অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান ও কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। 

এর আগে দুজন উচ্চ আদালত থেকে নেওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। 

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মকবুল হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা আত্মসাতের মামলায় গাজীপুর বারের সাবেক সভাপতি ও ট্রেজারার আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে সাবেক সাধারণ সম্পাদক পলাতক রয়েছেন।’ 

গত ১৫ মে গাজীপুর বারের অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। মামলার বিবাদীরা হলেন বারের সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার ও কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান। সহযোগী হিসেবে সাবেক লাইব্রেরি সম্পাদক মো. রওশন আলী ও সাবেক মহিলা সম্পাদক রাবেয়া ইয়াসমিন কল্পনাকে বিবাদী করা হয়েছে। 

এ বিষয়ে গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বারের সাবেক সভাপতি ও কোষাধ্যক্ষ আজ আদালতে আত্মসমর্পণ করতে আসেন। পরে বিচারক তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন।’

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই