হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা খোয়ানোর অভিযোগ

ঢামেক প্রতিনিধি

রাজধানীতে চলন্ত বাসে শাহেব আলী (৪৫) নামে এক ব্যবসায়ী আজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় দেড় লাখ টাকা খোয়ানোর অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ভুক্তভোগী শাহেব আলীর শ্যালক মো. রতন জানান, পরিবার নিয়ে শাহেব আলী কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় থাকেন। চকবাজারে ‘ব্যাপারী স্টোর’ নামে একটি আন্ডার গার্মেন্টসের দোকান রয়েছে। রোববার সকালে মালামাল নিয়ে উত্তরায় গিয়েছিলেন তিনি। সেখানে কিছু ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা তুলেছেন। দুপুরে কোনো একটি বাসের স্টাফ শাহেব আলীর মোবাইল থেকে বাড়িতে কল দিয়ে জানান, তিনি (শাহেব আলী) বাসের ভেতরে অচেতন হয়ে আছেন। পরে ওই বাসের স্টাফেরা তাঁকে আজিমপুর বাসস্ট্যান্ডে রেখে চলে যান। পরে সেখান থেকে ওই ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁর শ্যালক রতন। 

রতন আরও বলেন, ‘তাঁর (শাহেব আলী) কাছে আনুমানিক দেড় লাখ টাকা ছিল। সেই টাকা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা টাকা নিয়ে গেছে।’ 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে শাহেব আলী নামের ওই ব্যক্তির পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তাঁকে মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে। 

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে