হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা খোয়ানোর অভিযোগ

ঢামেক প্রতিনিধি

রাজধানীতে চলন্ত বাসে শাহেব আলী (৪৫) নামে এক ব্যবসায়ী আজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় দেড় লাখ টাকা খোয়ানোর অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ভুক্তভোগী শাহেব আলীর শ্যালক মো. রতন জানান, পরিবার নিয়ে শাহেব আলী কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় থাকেন। চকবাজারে ‘ব্যাপারী স্টোর’ নামে একটি আন্ডার গার্মেন্টসের দোকান রয়েছে। রোববার সকালে মালামাল নিয়ে উত্তরায় গিয়েছিলেন তিনি। সেখানে কিছু ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা তুলেছেন। দুপুরে কোনো একটি বাসের স্টাফ শাহেব আলীর মোবাইল থেকে বাড়িতে কল দিয়ে জানান, তিনি (শাহেব আলী) বাসের ভেতরে অচেতন হয়ে আছেন। পরে ওই বাসের স্টাফেরা তাঁকে আজিমপুর বাসস্ট্যান্ডে রেখে চলে যান। পরে সেখান থেকে ওই ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁর শ্যালক রতন। 

রতন আরও বলেন, ‘তাঁর (শাহেব আলী) কাছে আনুমানিক দেড় লাখ টাকা ছিল। সেই টাকা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা টাকা নিয়ে গেছে।’ 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে শাহেব আলী নামের ওই ব্যক্তির পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তাঁকে মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে। 

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি